ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘দাম বাড়িয়ে সরকার দেশকে অচল করেছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
‘দাম বাড়িয়ে সরকার দেশকে অচল করেছে’

নারায়ণগঞ্জ: ‘দ্রব্যমূল্যের বৃদ্ধিতে দেশের মানুষ অতিষ্ট। সব কিছুর দাম বাড়িয়ে সরকার দেশকে অচল করে দিয়েছে।’ 

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম এসব কথা বলেন।  

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে সরকার যে অন্যায় আচরণ করছে সেই আচরণের জবাব নির্বাচনের মাধ্যমে পেয়ে যাবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, মানুষ যদি আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ পায় তাহলে এই অবস্থার অবসান ঘটিয়ে দেবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।