ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে জয়ী সদস্যরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে জয়ী সদস্যরা

দিনাজপুর জেলা পরিষদের নির্বাচনে ১৫টি সদস্য পদের মধ্যে ১৪ জন সদস্য ও সংরক্ষিত ৫ জন মহিলা সদস্য পদের মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর: দিনাজপুর জেলা পরিষদের নির্বাচনে ১৫টি সদস্য পদের মধ্যে ১৪ জন সদস্য ও সংরক্ষিত ৫ জন মহিলা সদস্য পদের মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচিত হন তারা।

এর আগে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, ২নং ওয়ার্ডের সদস্য পদে মো. আকবর আলী এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা সদস্য পদে সুফিয়া নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে নুরে আলম খন্দকার, ৩নং ওয়ার্ডে অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি, ৪নং ওয়ার্ডে ফয়সল হাবিব সুমন, ৫নং ওয়ার্ডে মোস্তফা হোসেন আলম, ৬নং ওয়ার্ডে মো. নুর ইসলাম, ৭নং ওয়ার্ডে শফিকুল ইসলাম মণ্ডল, ৮নং ওয়ার্ডে আবু হান্নান মো. সাদেক ছোটন, ৯নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান ফিজার, ১০নং ওয়ার্ডে সফিকুল রায়হান, ১১নং ওয়ার্ডে নুরুজ্জামান মণ্ডল, ১২নং ওয়ার্ডে একরামুল হক, ১৩নং ওয়ার্ডে শাহজাহান আলী মণ্ডল, ১৪নং ওয়ার্ডে মো. কামরুজ্জামান এবং ১৫নং ওয়ার্ডে অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ২নং ওয়ার্ডে মীরা মাহবুব, ৩নং ওয়ার্ডে তাজমেরী সেলিনা আক্তার মেরী, ৪নং ওয়ার্ডে লতিফা বেগম এবং ৫নং ওয়ার্ডে রেবেকা সুলতানা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।