ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আ’ লীগের প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আ’ লীগের প্রার্থী জয়ী

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাবেদুর রহমান খোকা সিকদার নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩৫ ভোট।

শরীয়তপুর: শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাবেদুর রহমান খোকা সিকদার নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩৫ ভোট।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৯ ভোট।  

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ১৫টি কেন্দ্রে শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।