ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে ‘গুলি’র ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
সোনাগাজীতে ‘গুলি’র ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: ফেনীর সোনাগাজী উপজেলায় বিএনপি নেতা মোহাম্মদ আলী আহমেদ মেম্বারকে আটক করতে গিয়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করেছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।



শুক্রবার (০১ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতি বলা হয়, এ ঘটনায় আহমেদ মেম্বারসহ আহত ১৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত আহমেদ মেম্বার উপজেলার ৪ নম্বর মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
ওএইচ/ এমএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।