ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কিছু পৌরসভায় কারচুপির অভিযোগ জাপার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কিছু পৌরসভায় কারচুপির অভিযোগ জাপার

ঢাকা: বুধবার (৩০ ডিসেম্বর) অধিকাংশ পৌরসভার নির্বাচন সুষ্ঠু হয়েছে, আবার কোনো কোনো জায়গায় হয়নি- এমন দাবি জাতীয় পার্টির (জাপা)।  

তাদের অভিযোগ, দেশের ৭৬টি পৌরসভার নির্বাচনে গোলযোগ হয়েছে।

তাদের প্রার্থীদের নাজেহাল করা হয়েছে।

সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করে দলটি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতারা বলেন, ৭৬টি ছাড়া অন্য পৌরসভা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।


সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মদ মিলন ও সাইদুল ইসলাম টেপা এবং দলের চেয়ারম্যানের প্রেসসচিব সুনীল শুভ রায়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।