টাঙ্গাইল: বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনো দল ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না। যারা রাজনীতি চর্চা করে তাদের মধ্যে একটি থাকে একটি সরকারি দল, অপরটি হচ্ছে বিরোধী দল।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে জামায়াতে ইসলামের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪। এই তিন সালে আমরা কোনোু ভোট দিতে পারিনি। ভোটাররা এদিক দিয়ে ভোট কেন্দ্রে রওনা হয়েছেন। মাঝ পথে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়েছে এবার বাড়ি চলে যান। এইতো তিন বারের ভোট।
গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলাম নির্বাচনের জন্য প্রস্তুত, জামায়াতে ইসলাম একটি নির্বাচনমুখী দল, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। কিন্তু আমাদের তো নির্বাচনে যেতে দেওয়া হয়নি। সরকারতো জামায়াতে ইসলামকে ভয় পায়, আরও বেশি ভয় পায় নির্বাচনটা যদি নিরপেক্ষ হয়ে যায়, ভোট কাটা না যায়, তাহলেই জামায়াতের সুবিধা বেশি।
গণতন্ত্রের স্বার্থে, ভোটারদের স্বার্থে, দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ময়দানে যারা ছিল, জাতীয় স্বার্থে যদি জাতীয় ঐক্য গড়ে ওঠে তাহলে যেকোনো রাজনৈতিক ইসলামিক দলের সঙ্গে ঐক্য করতে প্রস্তুত বলেও জানান জামায়াতের এই নেতা।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআইএস