গোপালগঞ্জ: দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। মূলত এটি উনার ব্যক্তিগত অফিস।
জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ওলামা দল নেতা মো. ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।
জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ জেলা বিএনপির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতা-কর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে। তিনি সুবিধাবাদীদের এড়িয়ে চলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
পরে শত শত নেতা-কর্মীকে সঙ্গে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতা-কর্মীরা। তবে, এই অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কোনো সদস্য বা সহযোগী সংগঠনের কোনো নেতা অংশ নেননি।
গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এককভাবে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু এবং সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করছেন। এতে দলটি দ্বিধা বিভক্তি পূর্বের মতো আবারও প্রকাশে চলে এসেছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআরএস