ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিংড়ায় পলকসহ ২৯ বিরুদ্ধে মামলার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
সিংড়ায় পলকসহ ২৯ বিরুদ্ধে মামলার আবেদন

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় মো. আব্দুর রাজ্জাক নামে জামায়াতের এক নেতাকে মারধরের ঘটনায় সাবেক সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার সময় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বাদী হয়ে সিংড়া থানায় এ আবেদন করেন।

আবেদন করা মামলার অন্য আসামিরা হলেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌস, পলকের শ্যালক মো. লুৎফর হাবিব রুবেল, চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলাসহ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী।  

আবেদনকৃত মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৯ নভেম্বর ছাতারবাড়িয়া শাহী জামে মসজিদে ইসলামী জলসায় আলোচক হিসেবে মো. আব্দুর রাজ্জাক বক্তব্য দেওয়ার সময় প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১৫ আগস্টে নিহতদের নাম ধরে দোয়া করার জন্য নির্দেশ দেন। সে সময় কারও নাম উল্লেখ না করে সবার উদ্দেশে দোয়া-মোনাজাত শেষ করেন তিনি। এতে ১ নম্বর আসামি পলক তার প্রতি ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন। ওই সময় তার সঙ্গে ২-৭ নম্বর আসামিরা উপস্থিত ছিলেন।

গত ২০২৩ সালের ১০ নভেম্বর মো. আব্দুর রাজ্জাক মোটরসাইকেল যোগে কালিগঞ্জ বাজার জামে মসজিদ থেকে আলীগঞ্জ রহিম উদ্দিন মেমোরিয়াল কলেজ হয়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ একটি মাইক্রোবাস এসে তার গতিরোধ করে তাকে অপহরণ করে। এরপর গাড়ির মধ্যে তাকে হত্যার উদ্দেশে হাতুড়ি দিয়ে হাঁটুতে আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে চোখ বেঁধে গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে নন্দীগ্রাম মনিনাগ বাজারের একটি পুকুরের পাড় থেকে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর দুমাস রাজশাহী মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন তিনি। আসামিদের হত্যার হুমকির কারণে প্রাণের ভয়ে অভিযোগ করতে পারিনি বলে উল্লেখ করা হয় মামলায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মো. আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি থানায় উপস্থিত হয়ে মামলার আবেদন করেছেন। মামলার কাজ চলছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।