ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে আন্দোলনকারীদের ওপর হামলা, গ্রেপ্তার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
মানিকগঞ্জে আন্দোলনকারীদের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ: মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ)  মো. আব্দুল ওয়ারেস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন-মানিকগঞ্জ জেলার ফাঁড়ির চর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মোয়াজ্জেম হোসেন লাভলু (৪২), সিংগাইর উপজেলার সানাইল এলাকার মৃত দলিল উদ্দিন দেওয়ানের ছেলে দেওয়ান কামরুল ওরফে পল্টু (৪৭), ঘিওর উপজেলার উভাজানী গ্রামের মদন সরকারের ছেলে আনন্দ সরকার(৫৫), একই উপজেলার বাসুদের নাড়ী এলাকার মুকুলুদ্দিন ছকুর ছেলে ছানোয়ার হোসেন হানু (৪৫) এবং ঘিওর সদর এলাকার মো. আরশেদ খানের ছেলে মো. রাকিব খান (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ)  মো. আব্দুল ওয়ারেস বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।