ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অন্তর্বর্তী সরকার জঞ্জাল পরিষ্কার করছে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
অন্তর্বর্তী সরকার জঞ্জাল পরিষ্কার করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: অন্তর্বর্তী সরকার জঞ্জাল পরিষ্কার করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন একটি সূর্যোদয়ের মাধ্যমে একটি স্বপ্ন তৈরি হয়েছে। এটি হলো গণতান্ত্রিক বাংলাদেশ।

বিদেশে লুটের টাকা ফিরিয়ে আনতে হবে। দেশে ব্যাংক খেকো ও ঘুষখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুন্দর একটি মাঠ তৈরি করতে হবে। তখন কাদের সাহেবকে বলব, আসেন খেলা হবে৷ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বৈরাচার হাসিনা সম্মান দেয়নি, মামলা দিয়েছিল জেলে রাখার জন্য। সারাবিশ্ব যেখানে নোবেলবিজয়ী মানুষটিকে পুরস্কার দিয়েছে, সেখানে তাকে সম্মান না দিয়ে জেলে রাখার পাঁয়তারা করেছে। তাকে সুদখোর আখ্যা দিয়েছে।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব বলেন তিনি৷ 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাস ঘাতকতা করেছে। সাধারণ মানুষকে গুম, খুন করে তারা সীমালঙ্ঘন করেছে। তারা শান্তিতে নেই, ঘুমাতে পারে না। আমরা ঠিকই ঘুমাতে পারছি৷ 

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ জেলা-উপজেলা বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।