ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারতে যাওয়ার সময় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর পিএস চঞ্চল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
ভারতে যাওয়ার সময় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর পিএস চঞ্চল আটক

সাতক্ষীরা: ভারতে যাওয়ার সময় খুলনার সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর পিএস ও রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্রকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন থেকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়।

আটক চঞ্চল কুমার মিত্র রূপসার তিলক গ্রামের সাধন কুমার মিত্রের ছেলে।  
 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনায় খুলনার রূপসা থানায় চঞ্চল কুমার মিত্রের নামে মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।