ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় মেয়রসহ মুক্তি পেলেন বিএনপি-জামায়াতের ১৫০ নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
নওগাঁয় মেয়রসহ মুক্তি পেলেন বিএনপি-জামায়াতের ১৫০ নেতাকর্মী

নওগাঁ: নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক ছনিসহ বিএনপি-জামায়াতের ১৫০ নেতাকর্মী কারামুক্ত হয়েছেন।  

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর আড়াইটা থেকে একে একে কারাগার থেকে বেরিয়ে আসেন নেতাকর্মীরা।

এসময় কারাগারের বাইরে কয়েক হাজার নেতাকর্মী তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এসময় নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক ছনি জানান, দীর্ঘদিন অত্যাচারিত থাকার পর আজ দেশের মানুষ মুক্ত। দেশের মানুষ প্রাণ ফিরে পেয়েছে। খুব দ্রুতই দেশে গণতন্ত্র ফিরে আসবে।  

তিনি এসময় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যারা এতদিন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মাধ্যমে অত্যাচারিত হয়েছে, এ বিজয় মুহূর্তে সবাইকে শান্ত থাকতে হবে।

পরে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ র‍্যালি করে বিএনপি। এরপর দলীয় কার্যালয় মুক্তির মোড়ে গিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।