ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডোনাল্ড লুর সফরে আ. লীগের নেতারা নার্ভাস: এমরান সালেহ প্রিন্স 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ১৫, ২০২৪
ডোনাল্ড লুর সফরে আ. লীগের নেতারা নার্ভাস: এমরান সালেহ প্রিন্স 

ময়মনসিংহ: অচিরেই এক দফা দাবিতে আবার মাঠের কর্মসূচি আসছে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

বুধবার (১৫ মে) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।    

তিনি আরও বলেন, ডামি সরকারের সীমাহীন লুটপাটে দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে। রিজার্ভ চুরি হয়ে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ব্যাংকগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। বিদেশিরা তাদের মুনাফার টাকা ফেরত দিতে চাপ দিচ্ছে। অর্থনৈতিক দূরাবস্থা ও ডলার সংকটের কারণে সরকার তা দিতে পারছে না। এ অবস্থায় দেশ এখন দেউলিয়া হওয়ার পথে। এ সময়ে বিএনপি বসে থাকতে পারে না। অচিরেই এক দফা দাবিতে আবার মাঠের আন্দোলন কর্মসূচি আসছে। দেশ ও জনগণকে রক্ষায় এ আন্দোলন সফল করতে হবে। বিএনপি কোনো দেশ বা মানুষের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করে না। দেশ ও জনগণের জন্যই বিএনপির রাজনীতি। এজন্য নেতাকর্মীদের অনেক খেসারতও দিতে হয়েছে। তারপরও বিএনপি দেশ ও জনগণের পাশে অবিচল রয়েছে।  

এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি রাজনীতির গতি প্রকৃতির ওপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ডোনাল্ড লুর সফরে আওয়ামী লীগের নেতারা নার্ভাস। সেজন্য তারা প্রলাপ বকছেন। মনে হচ্ছে লু হাওয়ায় তারা বিপর্যস্ত। না হলে তার সফর নিয়ে কেন তাদের অস্থিরতা? আসলে ডামি নির্বাচনে সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে।  

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা বিএনপির নেতা মাহবুবুল আলম বাবুল, খলিলুর রহমান, সোলায়মান সরকার, আব্দুল মোমেন শাহীন, আব্দুস শহীদ, রুহুল আমিন, রফিকুল ইসলাম, আবদুল মতিন, মমতাজ উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, সদস্য সচিব কাছম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল হক পলাশ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম, তোফায়েল আহমেদ, তোফায়েল আলম, তাঁতীদলের সদস্য সচিব হাসান শাহ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব শামিম মিয়া, ওলামা দলের মওলানা হাবিবুর রহমানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।