ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে জমি নিয়ে সংঘর্ষ, আওয়ামী লীগ নেতাসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
মেহেরপুরে জমি নিয়ে সংঘর্ষ, আওয়ামী লীগ নেতাসহ আহত ১০

মেহেরপুর: মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, কালিগাংনী গ্রামের আজিজুর রহমানের ছেলে ফুরকান, নাসির উদ্দিনের ছেলে নাহিদুজ্জামান রাসেল, কামরুল ইসলামের ছেলে আবুল কালাম, আবুল কালামের ছেলে লিজন এবং মৃত রিয়াজউদ্দিনের ছেলে বদর উদ্দিন ও সবদুল ইসলাম।

আহতদের মধ্যে সাতজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে কালিগাংনী গ্রামের বদরুদ্দিন লোকজন নিয়ে বিবদমান একটি জমিতে চাষ করতে যান।  
এসময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।