ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিজ এলাকায় গণসংযোগ করলেন সাকিব আল হাসান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
নিজ এলাকায় গণসংযোগ করলেন সাকিব আল হাসান 

মাগুরা: মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান নিজ এলাকা সাহাপাড়ায় গণসংযোগ করেছেন।  

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি লিফলেট বিতরণসহ এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

 

শহরের নতুন বাজার ও সাহাপাড়া এলাকায় তিনি রাস্তার দুই ধারের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ৭ জানুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান।  এসময় পথচারীদের মধ্যেও লিফলেট বিতরণ করা হয়।

এর আগে তিনি দলীয় কার্যালয়ে ১৪ দলের সঙ্গে বৈঠক করেন এবং বিকেলে পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় পথসভায় যোগ দেন।   

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।