ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট-৩ আসন: নির্বাচনে টিকে রইলেন এমপি হাবিব

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
সিলেট-৩ আসন: নির্বাচনে টিকে রইলেন এমপি হাবিব ফাইল ফটো

সিলেট: আসন ভাগবাটোয়ারায় বাদ পড়ছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, এমন গুঞ্জন ছিল নেতাকর্মী থেকে জনসাধারণে। অবশেষে বিকেলে আশ্বস্ত হলেন হাবিবুর রহমান হাবিব।

সমঝোতায় নৌকার প্রার্থী প্রত্যাহারের গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে টিকে রইলেন তিনি। সিলেট-৩ আসন সমঝোতায় জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানকে জোটের ব্যানারে প্রার্থী করার দরকষাকষি চলছিল। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানকে মনোনয়ন প্রত্যাহার করানোর কথা আওয়ামী লীগের। এ নিয়ে দিনভর নানা গুঞ্জন চলে সিলেটে।

রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন প্রত্যাহার করানো হয়নি।

রোববার প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে ৬ জন সরে দাঁড়িয়েছেন। সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তার ও জেলা প্রশাসকের কাছে তারা মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-২ আসনে ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেল, জাকের পার্টির সিলেট-১ আসনের আব্দুল হান্নান, সিলেট-২ আসনে মো. ছায়েদ মিয়া, সিলেট-৪ আসনের আলী আকবর এবং সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।