ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৪৭ জনের নামে মামলা   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৪৭ জনের নামে মামলা
  

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে প্রধান আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা করা হয়েছে।
 
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।


 
থানার উপপরিদর্শক (এসআই) জয়পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন এবং এতে ৪৭ জনের নাম উল্লেখ রয়েছে বলে তিনি জানিয়েছেন।
 
এদিকে সংঘর্ষের সময় আহত সাংবাদিক মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন। এক সপ্তাহ পরে তার চোখে অস্ত্রোপচার হবে বলে জানা গেছে।
 
তার আহত হওয়ার ঘটনায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে শুভর চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন করছিলেন বিএনপি নেতারা। এসময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়।
 
এতে মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ এবং ছয় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬৯ রাউন্ড বুলেট ও ২৯ রাউন্ড টিয়ারশেল ছোড়ে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।