ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নির্বাচনবিরোধী তৎপরতার বিরুদ্ধে ইসিকে কঠোর হওয়ার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
নির্বাচনবিরোধী তৎপরতার বিরুদ্ধে ইসিকে কঠোর হওয়ার আহ্বান ওবায়দুল কাদের। ফাইল ছবি

ঢাকা: নির্বাচন বিরোধী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (ডিসেম্বর ১২) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

 

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সন্ত্রাস, সহিংসতার বিরুদ্ধে; নির্বাচন বিরোধী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাই।

বিএনপি-জামায়াত বাংলাদেশ এবং জাতির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি- মন্তব্য করে তিনি বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ মানে বাসে আগুন, যানবাহনে আগুন, গুপ্ত হামলা।

বিএনপি-জামায়াতকে সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে, আর সরকার বসে থাকবে, সেটা তাদের ভুল ধারণা।  হামলা-সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ