ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার ১৪ দলের সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার ১৪ দলের সমাবেশ

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক শান্তি সমাবেশের আহ্বান করা হয়েছে ৷

বিএনপি-জামায়াত অপশক্তির অব্যাহত সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের এ সমাবেশ হবে।

১৪ দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এ সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

সমাবেশে  ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।