ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মো. কাউছার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরের দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 
গ্রেপ্তার মো. কাউছার মিয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে। তিনি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের  কাউন্সিলর।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে ওই পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিস্ফোরণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।