ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ২৮ অক্টোবর শান্তি-উন্নয়ন সমাবেশ করবে আ. লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
রাজশাহীতে ২৮ অক্টোবর শান্তি-উন্নয়ন সমাবেশ করবে আ. লীগ

রাজশাহী: বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৮ অক্টোবর) এ কর্মসূচি পালন করবে দলটি।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর বিকেল ৪টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হবে। বিক্ষোভ মিছিল শেষে সাহেববাজার জিরোপয়েন্টে শান্তি ও উন্নয়ন সমাবেশ হবে।  

সমাবেশে নিজ নিজ ওয়ার্ডের কর্মীদের নিয়ে অংশগ্রহণ করার জন্য মহানগরের শীর্ষ নেতারা সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন, বলেও উল্লেখ করেন- এই আওয়ামী লীগ নেতা। #

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।