ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরগুনায় বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
বরগুনায় বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

বরগুনা: বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১ সেপ্টেম্বর) তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে বিএনপি নেতাদের অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পণ্ড করার জন্য নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, সোনাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, যুবদল কর্মী রাজা হাওলাদার।  

তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বাসায় বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে পণ্ড করার জন্যই তাদের গ্রেপ্তার করা হয়েছে।  
ওসি শহিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে পুরানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

এদিকে, বরগুনা জেলা বিএনপির কর্মসূচিকে ঘিরে শুক্রবার বিকেল থেকে বরগুনা শহরের প্রধান প্রধান সড়কে ছোট ছোট মিছিল করতে দেখা গেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। আর এ কর্মসূচিকে ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।