ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরগুনায় শিবিরের ৬ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
বরগুনায় শিবিরের ৬ নেতাকর্মী কারাগারে

বরগুনা: বরগুনার বামনায় গোপন বৈঠককালে উগ্রবাদী বইসহ শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

সোমবার (২৮ আগস্ট) তাদের কারাগারে পাঠানো হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বামনা উপজেলা শিবিরের সভাপতি মো. হাসিবুর রহমান এবং শিবিরের পাঁচ কর্মী একই উপজেলার ঘোলাঘাটা গ্রামের ইসা আলম, পাথরঘাটা উপজেলার কাঠালতলীর মো. হাসিব, একই উপজেলার তাল্লুকের চরদুয়ানির আশরাফুল ইসলাম, মো. নাচনাপড়ার সাইফুল ইসলাম ও মো. সুমন সরদার।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, শনিবার বামনার ছোনবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে বসে দেশে নাশকতার পরিকল্পনা করছিরেন শিবিরের একদল নেতাকর্মী। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে উগ্রবাদী ৯০টি বইসহ ছয়জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দিয়ে রোববার তাদের আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।