ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
নীলফামারীতে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক

নীলফামারী: নীলফামারীতে নাশকতার শঙ্কায় জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে বিকেলে তাদের  জেলহাজতে পাঠানো হয়।

আটকরা হলেন- সুদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম মোক্তারপাড়া গ্রামের আবুজার রহমান (৫২), পঞ্চপুকুর ইউনিয়নের গাবের তল গ্রামের আলী হোসেন, চাপড়া সরমজানী ইউনিয়নের আতিয়ার রহমান (৫৫), চাপড়া নাড্ডিপাড়া গ্রামের রাহিদুল ইসলাম (২৭), আরাজী কুচিয়ার মোড় গ্রামের সেরাজুল ইসলাম (২০), নতিব চাপড়া গ্রামের রুবেল ইসলাম (২৫), ফুলদ্দিন (৫৭), মমিনুর রহমান (৫৪) ও বাবড়ীঝাড় গ্রামের হাফিজুর রহমান (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার কাজে লিপ্তসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে এলাকার সক্রিয় দায়িত্বশীল, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাও রয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহম্মাদ শাহরিয়ার বলেন, নাশকতার কাজে লিপ্তসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে আমরা অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৯  নেতাকর্মীকে আটক করেছি। বিকেলে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংণাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।