ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার দেশে ফিরছেন রওশন এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
মঙ্গলবার দেশে ফিরছেন রওশন এরশাদ

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার (০৮ আগস্ট) দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।  

সোমবার (০৭ আগস্ট) বিরোধীদলীয় নেতার একান্ত সহকারী সচিব মামুন হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এ সময় বিরোধীদলীয় নেতার ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ সফরসঙ্গী হবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।