ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উত্তপ্ত উত্তরা, পুলিশ-বিএনপি নেতাকর্মী সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
উত্তপ্ত উত্তরা, পুলিশ-বিএনপি নেতাকর্মী সংঘর্ষ

ঢাকা: রাজধানীর উত্তরায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেন পুলিশ সদস্যরা।

শনিবার (২৯ জুলাই) উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ সদস্যরা তাদের সড়কে অবস্থান ছেড়ে দিতে বলেন। কিন্তু, তারা সড়কেই সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন।

পরে, পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করার কথা শোনা গেছে।

প্রসঙ্গত, ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফার দাবিতে ঢাকার ১২টি প্রবেশপথে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি দিয়েছে বিএনপি। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে চলছে শান্তি সমাবেশ।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এমকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।