ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢামেকে পুলিশ পাহারায় চিকিৎসা নিচ্ছেন সাবেক বিএনপি নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
ঢামেকে পুলিশ পাহারায় চিকিৎসা নিচ্ছেন সাবেক বিএনপি নেতা ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল হাসপাতালে মীর আশরাফ আলী আজম (৫৬) নামে এক বিএনপি নেতা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাহারায় চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে দিকে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় ওই বিএনপি নেতাকে।

বর্তমানে হাসপাতালে পুরাতন ভবনের দ্বিতীয় তলায় তিনি চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৭ জুলাই) ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান ওই নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন।

আহত আলী আজম ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সাবেক সহ-সভাপতি।

ছেলে ব্যারিস্টার মোহতাসিম আলী বলেন,  রাত ৩টার দিকে ডিবি পুলিশ লালবাগ মন্দিরের গলির বাসায় যায়। এ সময় বাবাকে জোর করে ধরে নিয়ে যেতে চায়। তখন আমি, আমার স্ত্রী ও আমার মা বাধা দিলে তারা আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে। আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে।  

তিনি আরও বলেন, বাবার সঙ্গে অনেক সময় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে গাড়িতে উঠানোর সময় পড়ে গিয়ে মাজার পিছনে আঘাত পায় বাবা। পরে ভোরে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছে তার কোমড়ে ফ্যাকচার হয়েছে। চিকিৎসকরা বাবার এমআরই পরীক্ষা করতে বলেছে।

তিনি বলেন, বাবার নামে কয়েকটি মামলা ছিল সেই মামলায় বর্তমানে জামিনে আছে। তবে পুলিশ কি কারণে ধরছে আমাদের কিছুই জানায়নি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এজেডএস/টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।