ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাউকে ছাড় দেওয়া হবে না: মির্জা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
কাউকে ছাড় দেওয়া হবে না: মির্জা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অত্যাচার অনেক সহ্য করেছি। আর সহ্য করব না।

এবার অত্যাচারের জবাব দেবো। ছেড়ে দেওয়ার দিন শেষ। কাউকে আর ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৯ জুলাই) আব্দুল্লাহপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আমাদের দেশকে আমাদেরই রক্ষা করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে অত্যাচারের শিকার হয়েছি, তার জবাব আমরা দেবো। আমার কথা বলার অধিকার আদায় করব।

তিনি বলেন, এক দফা, এক দাবি। এ প্রত্যয়ে আজকের এই পদযাত্রা। বাধা অতিক্রম করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, কথা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন সংবিধান থেকে একচুল নড়বেন না। আমারও সংবিধানের বাইরে যাবো না। কিন্তু খায়রুল হকের সংবিধান, না কি বাংলাদেশের সংবিধান। যে সংবিধান কাটাছেঁড়া করা হয়নি, সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচন চাই। যেটা খায়রুল হক ও আপনাদের সংবিধানে- সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাবো না।

আরও পড়ুন: আব্দুল্লাহপুর থেকে শুরু বিএনপির পদযাত্রা

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
টিএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।