ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গায়ে পড়ে গোলমাল করবেন না, নেতাকর্মীদের কাদের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
গায়ে পড়ে গোলমাল করবেন না, নেতাকর্মীদের কাদের আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য দেন ওবায়দুল কাদের | ছবি: শাকিল

ঢাকা: গায়ে পড়ে কারো সাথে লাঠিসোঁটা নিয়ে গোলমাল না করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার পূর্বে আয়োজিত সমাবেশে তিনি এ নির্দেশ দেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের রাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনাদের বলব, গায়ে পড়ে কারো সাথে গোলমাল করবেন না। আমি সবাইকে বলছি, আমাদের ধৈর্য্য ধরার সময়। আমরা বিজয়ী হব, আমরা কেন গোলমাল করতে যাব। আমরা বিজয়ী হব, পরিবেশ যত শান্ত হবে আমাদের তত ভালো। পরিবেশ যাতে অশান্ত না হয়, কারো উস্কানিতে পা দেবেন না। চুপচাপ নিজেদের কর্মসূচি চালিয়ে যাবেন। তারা গায়ে পড়ে ঝগড়া বাঁধাবে। ভরা কলসি নড়ে না, নড়ে খালি কলসি। বিএনপির কলশি খালি হয়ে গেছে। আমাদের শেখ হাসিনার কলসি উন্নয়নের কলসি। ভরা কলসি, এমন কলসি নড়ে না। আপনারা কেন নড়বেন, কেউই নড়বেন না। কাউকে কিছু বলবেন না, কেউ অন্যায় করলে আইনশৃঙ্খলা বাহিনী আছে।

তিনি আরও বলেন, আমরা স্মার্ট বাংলাদেশে আমাদের পার্টির কর্মীদের স্মার্ট কর্মী বানাতে চাই। লাঠিসোঁটার দরকার নেই, পাল্টাপাল্টির দরকার নেই। আমাদের ওপর আক্রমণ করলে ওই পরিস্থিতিই বলে দেবে আমরা কী করব। নিজেরা নিজেরা কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি এটা নেত্রীর পক্ষ থেকে সারা বাংলাদেশের সবাইকে, আমাদের সকল নেতাকর্মীকে অনুরোধ করছি। আমাদের লাভ দেশ যদি শান্ত থাকে। বিশৃঙ্খলা তারাই করতে চায়, যারা নির্বাচনে হেরে যাবে। হারু পার্টি গোলমাল করবে, আমরা জেতা পার্টি কেন গোলমাল করব?

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসকে/এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।