ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আ.লীগের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
না.গঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আ.লীগের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।  

শুক্রবার (২৩ জুন) শহরের ২ নম্বর রেলগেটে অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে মহানগর আওয়ামী লীগের ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয়।  

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক জি এম আরমান, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার মালা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।