ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দেশের উন্নয়ন-অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছে একাত্তরের পরাজিত শক্তি’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
‘দেশের উন্নয়ন-অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছে একাত্তরের পরাজিত শক্তি’

সিলেট: তারেকের নির্দেশে বিএনপি আজ বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

শনিবার (১১ মার্চ) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে।

 

তিনি বলেন, বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয়। কিন্তু বিএনপি-জামায়াত এটা মানতে চায় না। বিএনপির নেতা তারেক জিয়া লন্ডনে বসে শান্তির বাংলাদেশকে অশান্ত করতে চায়।

জেবুন্নেছা হক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে বাংলার শান্তি প্রিয় জনগণ আগামীতেও জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করবে। আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, বিএনপি-জামায়াত মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু তারা সন্ত্রাস ও নৈরাজ্যের পথে চলে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেনা বলেই বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সিলেট জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।  

শান্তি সমাবেশ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ‍ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুল আলম, আমাতোজ জোহরা রওশন জেবিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপ মিয়া, সিলেট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ প্রমুখ।

সমাবেশের আগে সদর উপজেলা আওয়ামী লীগ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতারা মিছিল সহকারে শান্তি সমাবেশ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।