ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আড়াইহাজারে নবনির্মিত আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
আড়াইহাজারে নবনির্মিত আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার আওয়ামী লীগের আড়াইহাজার উপজেলা শাখার প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আড়াইহাজার উপজেলা সদরে চারতলা নবনির্মিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন (এমপি) গোপালদী পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো না, তেমনি শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে উন্নত সমৃদ্ধি বাংলাদেশ আমরা পেতাম না। শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশ পরিচালনায় আছে বলেই মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানেলসহ অসংখ্য মেঘা প্রকল্প সম্পন্ন হয়েছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।