ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির তিন নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া বিএনপির তিন নেতা বহিষ্কার

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইল উপজেলার তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সুনির্দিষ্টভাবে জড়িত থাকায় আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান রঞ্জন ও সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সদস্য এম কামাল হককে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমএইচ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ