ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর আ.লীগের সমাবেশ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
ঢাকা মহানগর উত্তর আ.লীগের সমাবেশ চলছে

ঢাকা: বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর নতুন বাজারের মাদানি অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম জাহাঙ্গীর আলম বলেন, আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। আওয়ামী লীগকে জিতিয়ে রাজপথ ছাড়বো।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম রহমতুল্লাহ এমপি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।