ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রীতম দাশকে আটক রাখার ঘটনায় গণতন্ত্র মঞ্চের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
প্রীতম দাশকে আটক রাখার ঘটনায় গণতন্ত্র মঞ্চের উদ্বেগ ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্রীতম দাশকে মিথ্যা মামলায় দীর্ঘদিন আটক রাখার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় উদ্বেগ জানান তারা।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্রীতম দাশকে মিথ্যা মামলায় দীর্ঘদিন আটক রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার হামলা, মামলা, জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে বিরোধী মতকে দমন করতে চায়। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মত কালাকানুন তৈরি করে জনগণের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছে। জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার খর্ব করে স্বৈরাচারী শাসনব্যবস্থা কায়েম করেছে অবৈধ ক্ষমতাসীনরা।

অবিলম্বে প্রীতম দাশের মুক্তি এবং নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।

সভায় সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়।

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মুহম্মদ রাশেদ খাঁন, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব।

আরও উপস্থিত ছিলেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, কেন্দ্রীয় নেতা সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সদস্য মহিবুল্লাহ বাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।