ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে বিএনপির ১০০ নেতাকর্মীর নামে ‌মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
ফরিদপুরে বিএনপির ১০০ নেতাকর্মীর নামে ‌মামলা

ফরিদপুর: ফরিদপুরে বিএনপির গণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানার এসআই রায়হান কবির নাঈম বাদী হয়ে মামলাটি করেন৷

এ মামলায় ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ,এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ ২৪ জনের নাম ও ৭০-৮০ জন অজ্ঞাত উল্লেখ করে এ মামলা করা হয়৷

বিএনপির গণ অবস্থান কর্মসূচি চলার সময়ে বুধবার (১১ জানুয়ারি) পুলিশের কাজে বাধা ও তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

ওই দিন বিএনপির গণ অবস্থান কর্মসূচি থেকে গ্রেফতার ১০ জনকেও এ মামলার আসামি করা হয়েছে৷

মামলার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কোতোয়ালি থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলাটি হয়েছে। এতে এজাহার নামীয় ২৪ জন ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা তাদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।