ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতকে ধ্বংস করার প্রতিজ্ঞা ইনুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
বিএনপি-জামায়াতকে ধ্বংস করার প্রতিজ্ঞা ইনুর

ঢাকা: বিএনপি-জামায়াতকে ধ্বংস করার প্রতিজ্ঞা করে জাসদ সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, ‘সাম্প্রদায়িক-জঙ্গীবাদী, বিএনপি-জামায়াত চক্রের সঙ্গে কোনো মিটমাট না। ’

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় আনিত প্রস্তাবের (সাধারণ) ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বক্তব্য শেষ করার ঠিক আগ মহূর্তে হাসানুল হক ইনু বলেন, ‘মৌলিক বিষয়ে কোনো মিটমাট হয় না। মৌলিক বিষয়ে কোনো আপস করতে নাই। সাম্প্রদায়িক-জঙ্গীবাদী, বিএনপি-জামায়াত চক্রের সঙ্গে কোনো মিটমাট না। বাংলাদেশকে সামনের দিকে এগুতে হবে, হাজার বছর টিকে থাকতে হবে। তার জন্য ওদের ধ্বংস করার প্রতিজ্ঞা করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। ’

সংসদে জাসদ সভাপতি তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণ করার সময় দুঃখের সঙ্গে বলতে হয়, ৫০ বছর পরেও ৭১-এর পরাজিতরা এবং তাদের দোসর বিএনপি-চক্র মিমাংসিত বিষয়গুলোকে অমিমাংসিত করার চক্রান্তে লিপ্ত। তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। ওদের ধ্বংসই করতে হবে। তা না হলে বাংলাদেশকে আরেকটা … দিতে পারবো না। ’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর চেতনা শাণিত ছিল। আমাদের চেতনার ওপরে অনেক ধুলোবালি পড়েছে। রাষ্ট্র-সমাজে অনেক জঞ্জাল জমেছে। আরেক ধাপ এগুতে হলে সব পরিস্কারই করতে হবে। ’

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার তাৎপর্য তুলে ধরে ইনু বলেন, ‘যুদ্ধের পূর্ণতা, বিজয়ের পূর্ণতা দেয় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে ১০ জানুয়ারি। তাই বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মতোই ১০ জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ’

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমইউএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।