ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

পাতাঝরা জীবনবৃক্ষ | সালমা সিদ্দিকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
পাতাঝরা জীবনবৃক্ষ | সালমা সিদ্দিকা পাতাঝরা জীবনবৃক্ষ, সালমা সিদ্দিকার কবিতা

স্বপ্নকে হারিয়ে জন্মান্ধের মতো হাতরে বেড়াই 
দুঃস্বপ্নের আঁধারে,
সতেজ ইচ্ছের দুর্বাঘাস মাড়িয়ে যাই প্রতিনিয়ত
তবুও মাথা তুলে দাড়ায় বার বার।

অনিচ্ছার খঞ্জরে লাশ হই, 
আবার প্রাণহীন দেহে হেঁটে যাই 
বহমান সময়ের হাত ধরে।
অনুভূতির দেয়াল ঢেকে গেছে 
অনাদরে বেড়ে উঠা শৈবাল স্তরে,
প্রতিধ্বনিত হয়না সেখানে 
আর কোন সুখের শব্দ তরঙ্গ।

 
জীবন ঘড়ির কাটায় মরিচার নিপুণ বসতি, 
আপন খেয়ালে মন্থর হচ্ছে তার নিরব পথচলা।
অনাহূত অবিশ্বাসের হানায় 
খান খান হয় ভালবাসার কাঁচের ঘর,
নিয়মের ভাঙ্গা গড়ায় খেলায় ব্যস্ত যাপিত জীবন।
মনের উঠোনে কখনো সুখের রৌদ্রালিঙ্গন, 
কখনো দুঃখের ধারাপাত,
পাতাঝরা জীবন বৃক্ষকে বাঁচিয়ে রাখার তাগিদে 
বুভুক্ষু দৃষ্টিতে অনাগত কালের প্রতীক্ষা
রোদ-বৃষ্টির আকাঙ্ক্ষায়।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ