ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

প্রিয় পোপ, কোথায় দাঁড়াবে এই মানুষগুলো | মৃন্ময় মন্ডল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
প্রিয় পোপ, কোথায় দাঁড়াবে এই মানুষগুলো | মৃন্ময় মন্ডল প্রিয় পোপ, কোথায় দাঁড়াবে এই মানুষগুলো | মৃন্ময় মন্ডল

প্রিয় পোপ, গভীর আগ্রহে

আর একবুক আশা নিয়ে

চাতক চোখে অপেক্ষায় আছি

তোমার ফল্গুধারা ভালোবাসায়

ভিজবো বলে।

তোমার প্রেমময় সুকণ্ঠ সুবচনে

এবারে খ্রিস্টমাস উৎসর্গিত হবে

আগুনে পোড়া সর্বস্বহারা

লাখ লাখ মৃত্তিকা বঞ্চিত

রোহিঙ্গা হতভাগ্যদের প্রতি।

 

তুমি চোখ মেলে চেয়ে দেখ

এখনও জ্বলছে আগুন দাউদাউ

তুমি রাখাইনের মাটিতে

পা দিলেই বুঝতে পারবে

রক্তভেজা মাটি কাঁদতে কাঁদতে

হয়ে গেছে নীরব পাথর।

 

তাদের মা বোনের বুকে

একাত্তরের ছোবল নৃশংস

তাদের অসংখ্য নিরীহ মানুষ

মুখ থুবড়ে পড়ে আছে রক্তাক্ত

তাদের অগণিত শিশু কিশোর

সর্বস্ব হারিয়ে ভিখারি এতিম।

 

তারা আকাশের দিকে তাকিয়ে

দয়ার্দ্র খোদাকে খুঁজছে

তারা আকাশের দিকে তাকিয়ে

করুণাময় যিশুকে খুঁজছে

তারা আকাশের দিকে তাকিয়ে

ঐশ্বর্যময় ঈশ্বরকে খুঁজছে

তারা বিশাল বৃক্ষের নিচে বসে

মানবিক সিদ্ধার্থকে খুঁজছে

তারা উড়ন্ত লাল পতাকার দিকে তাকিয়ে

হায় মার্কস! হায় লেনিন! হায় মাও!

বলে ডুকরে ডুকরে কেঁদে উঠছে।

 

তারা সভ্যতার কাছে কি কিছুই পাবে না?

সভ্যতা কি এতোই দায়হীন উন্নাসিক সামন্ত?

সভ্যতা কি শুকিয়ে যাওয়া সমুদ্র?

সভ্যতা কি মরুময় মৃত পাথর?

 

সবই জিও পলিটিক্স, শ্রদ্ধাভাজন পোপ

সবই বাণিজ্য, সবই দখল, পবিত্র পোপ।

 

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭

এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ