ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

ঝিনুকের খোসা | আহমেদ শরীফ শুভ

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ঝিনুকের খোসা | আহমেদ শরীফ শুভ

ঝিনুক কুড়োনো শেষে বালিয়াড়ি হয়ে যায় স্মৃতি

ঋতুর বয়স আসে ঋতু আসে ঋতু যায়
কখনো সেসব স্মৃতি ধূলোয় উড়িয়ে দেয় কামিনের মেয়ে
খোঁপায় কামিনী তার নধর অধর আর
বুকের কাঁচুলি বাঁধা সিন্ধুর কামধেনু
সেই সব লুটপাট হয়ে গেছে কবে
তিরিশে বসন্ত শেষ, ভ্রমরের চোখ গেছে আর কোন ফুলে।

কামিনের দুহিতা সে যে কামিন হয়েছে নিজে কামিনেরই মা
অথচ সে কিনা সাগরে গেলে
কতোদিন ঊর্মির উচ্ছ্বাসে জল জ্বলে হয়েছিলো আগুনের শিখা
তিরিশে সেসব স্মৃতি, হয়তো দয়িতা ছিলো এইতো সেদিন কারো
আজ শুধু কিঙ্করী, ঝিনুকের খোসা।




বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ