ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

পর্ব ১

ইতিহাস বদলের নারী

মুক্তমত ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
ইতিহাস বদলের নারী

 

 

 

 

 

 

 

যে নারীরা ইতিহাস বদলে দিয়েছিল, সময়ের চেহারা দিয়েছে বদলে। সময়কে নিয়ে এসেছে নারীর পক্ষে তেমনি ৫২টি ছবি নিয়ে এ আয়োজন।

  বিখ্যাত সেইসব সাহসী, মানবিক, বীরাঙ্গনা এবং ব্যতিক্রম নারীদের ৫২টি ছবি দেখুন ৪ পর্বের এই বিশেষ আয়োজনে
 
সাবেক জোগস্লাভিয়ার রাজধানী সারাজেভো। একজন মুসলিম নারী মামলা থেকে নিজেকে এবং নিজের প্রতিবেশীকে রক্ষা করতে হিজাব দিয়ে প্রতিবেশি ইহুদির ইয়েলো স্টার ঢেকে ফেলেন, [১৯৪১]

পশ্চিমা দুনিয়ায় তরুণ-তরুণীদের মধ্যে শরীরে ট্যাটো আঁকা জনপ্রিয় ফ্যাশন হয়ে দাড়িয়েছে। তবে প্রথম যে মানুষটি শরীরে ট্যাটো এঁকে বিখ্যাত হন, তিনি হলেন যুক্তরাষ্ট্রের মাওদ ওয়াগনার, [১৯০৭]

প্যারিসে স্বাধীনতা যুদ্ধের সময় ১৮ বছর বয়সী প্রতিরোধ যোদ্ধা নারী সিমন সেগুইন, [১৯ আগস্ট, ১৯৪৪]

সারা ঠাকরাল। পাইলট লাইসেন্স অর্জনকারী ২১ বছর বয়সী ভারতের প্রথম নারী, [১৯৩৬]

ক্যাথরিন সুইৎজার। বোস্টন ম্যারাথনে প্রথম বিজয়ী নারী। ম্যারাথন আয়োজকদের বাধা সত্ত্বেও তিনিই প্রথম হন, [১৯৬৭]

তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের একটি পাবলিক লাইব্রেরির দৃশ্য, [১৯৫০]

অস্ট্রেলিয়ার অ্যানেতি কেলারম্যান। সাঁতারের পোশাক পরে প্রথম পোজ দেয়া কোনো নারী। তবে এ ধরনের পোশাক পরায় অশালীনতার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, [১৯০৭]

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা বাস্কেটবল টিম। স্মিথ কলেজ, [১৯০২]

জাপানের একজন সামুরাই যোদ্ধা, [১৮০০]

১০৬ বছরের এক আর্মেনিয়ান বৃদ্ধা একে-৪৭ দিয়ে নিজের ঘর রক্ষারত, [১৯৯০]

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের এক বাড়ির ছাদে দুই নারীর বক্সিং লড়াই, [১৯৩৩]

পেছন থেকে এক সুইডিশ নারী হাতব্যাগ দিয়ে আঘাত করছে এক নিও-নাৎসি বিক্ষোভকারীকে। কথিত আছে, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে যান এই নারী, [১৯৮৫]

নিউইয়র্কে ডার্বি খেলায় প্রতিপক্ষের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে স্ক্যাট পরা মেয়েদের লীগ, [১০ মার্চ, ১৯৫০]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।