ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

রিপোর্ট করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত: আবু আহমেদ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
রিপোর্ট করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত: আবু আহমেদ  আবু আহমেদ 

ঢাকা: রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন, যে ধরনের প্রতিবেদন অথবা রিপোর্ট মিডিয়ায় প্রকাশ করলে ব্যবসাবাণিজ্য, শিল্প উদ্যোক্তা এবং জনসাধারণের ক্ষতি হয় সেটা প্রকাশ করা উচিত না। রিপোর্ট অত্যন্ত স্পর্শকাতর ইস্যু।

তাই ব্যবসায়ীদের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ক্ষতি না করে রিপোর্ট করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত।  

পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদ আরও বলেন, দেশের সমস্যাগুলো তো শুধু ব্যবসায়ীরা তৈরি করেন নাই। এসব সমস্যার জন্য অন্যান্যও অনেকেই দায়ী। এসব সমস্যা তো অনেক আগেই তৈরি হয়েছে। তাহলে শুধু ব্যবসায়ীদের ওপর কেন এত অভিযোগ দেওয়া হচ্ছে। অহেতুক অভিযোগ দেওয়ার কারণে ব্যবসায়ীরা চাপে আছেন। আশা করি সরকার এসব বিষয় বুঝবে।  

তিনি বলেন, ব্যবসায়ীদের কথা সরকারের শোনা দরকার বলে মনে হয় আমার কাছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি ব্যবসায়ীরা ভালো বোঝেন। সরকার এসব ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে পারে। আইসিবি বলেন, অনেক সময় দেখা যায়, শুধু করার খাতিরে রিপোর্ট করে দেয়। এতে দেখা যায় ব্যবসাবাণিজ্য ও শিল্প মালিকদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কোন রিপোর্টটা করলে কী হবে সেটা আগে থেকেই ভাবতে হবে।

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।