ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

৭৮ বার করোনা ‘পজিটিভ’!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
৭৮ বার করোনা ‘পজিটিভ’! মুজাফফার কায়াসান

মাহামারি করোনা  দুবছর ধরে তার তাণ্ডব চালাচ্ছে বিশ্বের ওপর। যার ফলে প্রায় পুরোটাই বদলে গেছে মানুষের জীবন যাপনের ধারা।

লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকেই মারা গেছেন, তবে বেশিরভাগই হয়েছেন সুস্থ। করোনা কারো একবার কারো বা দুবার হয়েছে কিন্তু তুরস্কের বাসিন্দা মুজাফফার কায়াসান ২০২০ সালের নভেম্বরের পর থেকে গত ১৪ মাসে ৭৮ বার করোনা ‘পজিটিভ’ হয়েছেন।  

ফলে টানা ১৪ মাস হাসপাতাল এবং বাড়িতে আইসোলেশনে কাটাতে হচ্চে ৫৬ বছর বয়সের মুজাফফারকে।  টানা এত দিন সংক্রমিত থাকতে আর কাউকে দেখা যায়নি বলে সংবাদমাধ্যমগুলোর দাবি।

ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা সংক্রমিত হওয়ার আগে থেকেই লিউকেমিয়ায় আক্রান্ত মুজাফফার। করোনায় আক্রান্ত হওয়ার পর দিন কয়েক হাসপাতালে কাটান তিনি। রোগের তীব্রতা কিছুটা কমলে বাড়ি ফেরেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তাম্বুলের বাড়িতে আইসোলেশনে থাকেন। সে তখন থেকেই বিড়ম্বনার শুরু।

এরপর কেটেছে মাসের পর মাস। কিছু দিন অন্তর অন্তর করেছেন করোনা পরীক্ষা। প্রতিবার এসেছে ‘পজিটিভ’। সম্প্রতি সপ্তাহ দুই পর থেকে করোনা রোগীদের আইসোলেশন থেকে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু মুজাফফার যখন আক্রান্ত হন, তখন সে নিয়ম ছিল না। ইতোমধ্যে দফায় দফায় ন’মাস কাটিয়েছেন হাসপাতালে। পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। পরীক্ষা করিয়েছেন মোট ৭৮ বার। প্রতিবারই পজিটিভ হন, আর মুজাফফারের বিড়ম্বনা চলতেই থাকে।

করোনা সংক্রমণের কারণে বর্তমানে সামাজিক জীবন নিয়ে ভীষণ বিড়ম্বনায় তুরস্কের এই নাগরিক। কারও সঙ্গে মিশতে পারছেন না। এমনকি পরিবারের সদস্য ও নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতে পারছেন না তিনি। এতে তার জীবন বিষিয়ে উঠেছে বলে জানিয়েছেন মুজাফফার।

তবে ইতোমধ্যে মুজাফফারের স্ত্রী তার সঙ্গে থাকতে শুরু করেছেন। তিনি বলেনে, ভেবেছিলাম আমিও পজিটিভ হয়েছি। কিন্তু দু’বার পরীক্ষা করে নেগেটিভ রেজাল্ট পেয়েছি।

চিকিৎসকরা জানিয়েছেন, মুজাফফার লিউকেমিয়ায় আক্রান্ত। যে কারণে তার রোগপ্রতিরোধ ক্ষমতা অনেকটাই দুর্বল। ফলে করোনার সঙ্গে পেরে উঠছে না তার শরীর।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।