ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

গোপনে স্মার্টফোন কিনেছেন স্ত্রী, খুনি ভাড়া করলেন স্বামী! 

অফবিট ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
গোপনে স্মার্টফোন কিনেছেন স্ত্রী, খুনি ভাড়া করলেন স্বামী!  প্রতীকী ছবি

স্বামীকে না জানিয়ে গোপনে স্মার্টফোন কিনেছিলেন স্ত্রী। সেই স্মার্টফোন দেখতে পেয়ে স্ত্রীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনিকে ভাড়া করেন স্বামী।

ভাড়াটে খুনিরা ওই গৃহবধূকে হত্যাচেষ্টাও করেন।  

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ভারতের দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগানে ঘটে এ ঘটনা।  

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের ধরতে অভিযান চলছে।  

পুলিশের দাবি, স্ত্রীকে হত্যা করতে অন্তত ৫০ হাজার টাকায় ‘সুপারি কিলার’ ভাড়া করেন স্বামী।  

ভুক্তভোগী নারীর অভিযোগ, করোনা মহামারিতে তার স্কুল পড়ুয়া সন্তানের ক্লাস হচ্ছে অনলাইনে। কিন্তু স্মার্টফোন না থাকায় তারা ক্লাস করতে পারছে না। তাই দীর্ঘ দিন ধরেই স্মার্টফোন কেনার জন্য স্বামীকে অনুরোধ করেছিলেন। কিন্তু স্বামী ফোন কিনে দেননি।  

ওই নারী আরও বলেন, বাধ্য হয়ে টাকা জমিয়ে নিজেই স্মার্টফোন কিনেছিলেন তিনি। পরে বিষয়টি জানতে পারেন স্বামী। কোথা থেকে স্ত্রী ফোন কেনার টাকা পেয়েছিলেন, তা নিয়ে সন্দেহ করেন ওই ব্যক্তির।

পুলিশ বলছে, শুক্রবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকে স্ত্রীর ওপর হামলা চালায় স্বামী।  

ওই নারী বলেন, এক ব্যক্তি তার মুখ চেপে ধরেন। আরেকজন ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কাটার চেষ্টা করেন। তখন তার চিৎকারে এলাকাবাসী জড়ো হয়। এতে করে প্রাণে বেঁচে যান তিনি। পরে স্থানীয় লোকজন গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। তার গলায় সাতটি সেলাই দেওয়া হয়েছে।  

এ ঘটনার পর ওই নারীর স্বামী ও একজন ভাড়াটে খুনিকে স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে। অন্যদের ধরতে চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।