ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

বানর বাহিনীর খপ্পরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
বানর বাহিনীর খপ্পরে গলেশ্বরধামে বাননের বাদরামি।

ঢাকা: বানরের খপ্পরে খাবি খাচ্ছে হিমালয় কন্যা নেপালের গলেশ্বর ধাম মন্দির এলাকার মানুষ। দলবদ্ধ বানর বাহিনী পাত্তা দিচ্ছে না কাউকেই। তাদের  কাজকারবারে হরদম পেরেশানির শিকার হচ্ছে বাসিন্দারা।

বানর দল শস্য ক্ষেতে যতো না ফসল খাচ্ছে, তার চেয়ে নষ্ট করছে বেশি। ঘরে ঘরে ঢুকে খাবার ভাণ্ডারেও হানা দিচ্ছে তারা।

তাদের কারণে গলেশ্বর ধাম মন্দিরে আসা তীর্থ যাত্রীদেরও ভোগান্তির অন্ত থাকছে না।

বছর পাঁচেক আগে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির চত্বর থেকে এনে গলেশ্বরের সালেরি বন এলাকায় কিছু বানর ছাড়া হয়। ব্যাপক বংশ বিস্তারে এখন তাদের বিশাল বাহিনী গড়ে উঠেছে। তারা দল বেঁধে জনবসতির দিকে ধেয়ে আসতে শুরু করলে লোকালয়ে আতঙ্ক তৈরি হয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জেডএম/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।