ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

ভাষার মাসে নিউইয়র্কে ফের চালু হচ্ছে বাংলা স্কুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
ভাষার মাসে নিউইয়র্কে ফের চালু হচ্ছে বাংলা স্কুল

নিউইয়র্ক: ভাষার মাস ফেব্রুয়ারিতে আবারও চালু হচ্ছে বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুল। বাংলাদেশ সোসাইটির ভবনে রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কার্যকরী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। 

বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে শিক্ষার্থীদের নিবন্ধন করাতে অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে। নবনির্বাচিত কার্যকরী পরিষদ দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সভা হলো।

সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীর সঞ্চালনায় সভায় সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক এম. কে. জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি কামাল আহমেদ বলেন, সবাই অনেক আশা ভরসা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। সবার প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা কমিউনিটির জন্য কাজ করে যেতে চাই।  

বাংলঅদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭

আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ