ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি ইমাম ও তার সহকারী নিহত (আপডেট)

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি ইমাম ও তার সহকারী নিহত (আপডেট)

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাওলানা আলাউদ্দিন আকনজি নামে এক বাংলাদেশি ইমাম নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তার সহকারীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে লিবার্টি অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম সিবিএস সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহত আলাউদ্দিন আকনজি ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম। জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন ইম‍াম ও তার সহযোগী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম আলাউদ্দিন আকনজি ও তার সহকারী নামাজ শেষে বাসায় ফিরছিলেন। ৭৮ নং রোড়ের কাছে তাদের গুলি করা হয়। ৫টি গুলির শব্দ শুনেছেন প্রত্যক্ষদর্শীরা।

আহত অবস্থায় ইমাম আলাউদ্দিন আকনজি এবং তার সহকারী তারা মিয়াকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমাম আলাউদ্দিন আকনজিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় ইমামের সহকারীও মারা যান।

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কেন তাদের গুলি করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ