ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে ২০ ডিসেম্বর শব্দের প্রযোজনা ‘রং’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
নিউইয়র্কে ২০ ডিসেম্বর শব্দের প্রযোজনা ‘রং’

ঢাকা: আগামী ২০ ডিসেম্বর রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবেশিত হবে শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল মিডিয়া ইনক্, নিউইয়র্কের নন্দিত প্রযোজনা ‘রং’। একইসঙ্গে পরিবেশিত হবে সংগঠনের শিক্ষানবীশ প্রযোজনা ‘মাতে আনন্দে প্রাণ’ও।



ওই দিন সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের পিএস ২৩৪ মিলনায়তনে (৩০-১৫, ২৯ স্ট্রিট, এস্টোরিয়া) পরিবেশিত হবে এ দু’টি প্রযোজনা।

সংগীত, আবৃত্তি ও নৃত্য সমন্বিত পরিবেশনা ‘রং’র রচনা ও নির্দেশনায় আছেন সংগীতশিল্পী শফিকুল ইসলাম। আর ‘মাতে আনন্দে প্রাণ’র গ্রন্থনা ও নির্দেশনায় থাকছেন পারভীন সুলতানা।

এই আয়োজনে সকলকে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছে শব্দ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ