ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

শব্দের উদ্যোগে উচ্চারণ ও বাচনের কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
শব্দের উদ্যোগে উচ্চারণ ও বাচনের কর্মশালা

ঢাকা: সঠিক উচ্চারণ ও বাচন বিষয়ক কর্মশালার আয়োজন করছে ‘শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল মিডিয়া ইনক্ নিউইয়র্ক’।

আগামী ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে কর্মশালার বিষয়টি জানানো হয়েছে।

এতে আবৃত্তি, সঙ্গীত, টিভি সংবাদ পাঠ, উপস্থাপনা ও নাট্যশিল্পের উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় প্রশিক্ষণ দেবেন সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, নাট্যব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, টিভি ব্যক্তিত্ব আবীর আলমগীর, টিভি সংবাদপাঠক শামসুন নাহার নিম্মি, সঙ্গীতশিল্পী শফিকুল ইসলাম ও আবৃত্তিকার ইভান চৌধুরী।

অংশ নিতে ইচ্ছুকদের বয়স নূন্যতম ১২ বছর হতে হবে। আগ্রহীদের অতিসত্বর রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

যোগাযোগ: ৯১৭ ৯৪৫ ৬৫৫৬, ৩৪৭ ৬৩৩ ৮৬৬৫
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.shobdony.com

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ