ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

বাংলাদেশি বংশোদ্ভুত শাহরিয়ারের এলব্রুস পর্বত জয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বাংলাদেশি বংশোদ্ভুত শাহরিয়ারের এলব্রুস পর্বত জয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কাজী শাহরিয়ার রহমান (সুজন) ইউরোপের সর্ব্বোচ পর্বত এলব্রুস জয় করেছেন।

এই পর্বতটি রাশিয়ায় অবস্থিত এবং এর উচ্চতা ১৮,৫১০ ফুট (৫৬৪২ মিটার)।



শাহরিয়ার বাংলাদেশি-মার্কিনি হিসেবে প্রথম এবং বাংলাদেশি হিসেবে পঞ্চম পর্বতারোহী যিনি এলব্রুস পর্বত জয় করলেন।

১৩ আগস্ট রাশিয়ান সময় ০৯টা ৩৮ মিনিটে তিনি ইউরোপের সর্ব্বোচ এই পর্বত শৃঙ্গে পৌঁছান।

বিরূপ আবহাওয়ার মধ্যেও শাহরিয়ার শৃঙ্গে পৌঁছান এবং সেখানে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করেন। এরপর সেখানে ১০ মিনিট অবস্থান করে তিনি পর্বতচূড়া থেকে নেমে আসেন।

কাজী শাহরিয়ার রহমানের (সুজন) পর্বতারোহনে সহায়তা করে রাশিয়ান মাউন্টেরিয়ারিং কোম্পানি সেভেন সামিটস ক্লাব ও সেভেন সামিটস ক্লাবের মাউন্টেন গাইড ভ্লাদিমির কোটলার।

এর আগে শাহরিয়ার আফ্রিকার কিলিমাঞ্জারো, মার্কিন যুক্তরাষ্ট্রের রেইনিয়ার, শাস্তা, গ্রেয়স পিক, টরেয়স পিক, বিয়ারসডাত, লংস পিক, হাফ ডোম, হুইটনি এবং মেক্সিকোর লা মালিনছে, পিকো দে ওরিজাবা পর্বতে আরোহন করেন।

শাহরিয়ার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কেডেন্স ডিজাইন সিস্টেমসে কর্মরত।

তিনি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (চিফ মেডিকেল অফিসার) ডা. কাজী মোহাম্মাদ হাফিজুর রহমান ও সেলিনা রহমানের বড় সন্তান।

শাহরিয়ার স্ত্রী শচি এবং দুই সন্তান সাফওয়ান ও সোফিয়াকে নিয়ে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর বেয় এলাকায় বাস করছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ